Nahid24
20 December 2018 at 9:26 PM

যারা এইবার কমার্সে আছো তাদের কে বলছি, তোমাদের ৪র্থ বিষয় বা অবশনালে যে করে হোক A+ আনতে হবে, না হলে রেজাল ভাল হবে না।কমার্সের সিট কম ভার্সিটিতে অন্যান্য গ্রুপ তুলনায়। তাই একটু কষ্ট কর যেন ভার্সিটিতে একটা সিট নিজের আয়ত্তে নিয়ে আসতে পার,,, আর সেটার জন্য তোমাকে HSC তে ভাল মার্কস তুলতে হবে।ভাল মার্কস তুলার জন্য রাতদিন পড়তে হয় না শুধু ৬-৭ ঘন্টা মনযোগ দিয়ে পড় এই ২ মাস এটাই যথেষ্ট।তবে আজ কমার্সের বিষয় নিয়ে কিছু বলব,,,তোমাদের পড়া বিশাল, কেমনে কি করবে, পড়বে, ভাল রেজাল করবে তাই বলছি। @হি...সাববিজ্ঞান ১ম পত্র লেনদেন,জাবেদা,খতিয়ান,নগদান,রেওয়ামিল,আর্থিক বিবরণী এগুলা ৯-১০ করে এসেছ।এখানেও করবে তবে সাথে একতরফা দাখিলা আর প্রাপ্য হিসাব সংরক্ষণটা কর,,,এটাই যথেষ্ট। @হিসাববিজ্ঞান ২য় পত্র অব্যবসায়ী প্রতিষ্ঠান, নগদ প্রবাহ,শেয়ারের অধ্যায়টা,অনুপাত,আর্থিক বিবরণী, ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান এটাই যথেষ্ট। @ফিন্যান্স ১ম পত্র অর্থায়ন,অর্থের সময়মূল্য,স্বল্পমেয়াদী,মধ্যমেয়াদী,দীর্ঘমেয়াদি এটাই যথেষ্ট। @ফিন্যান্স ২য় পত্র কেন্দ্রীয় ব্যাংক,বাণিজ্যিক ব্যাংক,ব্যাংক হিসাব,সরকারি নোট এবং ব্যাংক নোট,বিমার সব পয়েন্ট মনে রাখতে হবে,,,এটাই যথেষ্ট। বাকি ব্যবসায় এবং উৎপাদনের জন্য সবকিছু পড়তে হবে।তাহলে ভাল রেজাল করতে পারবে। UZZAL AHMED 
Like
Comment
 

Total 0 comments


Add Comment
 
Related Post
(0 comments)

Random Post